Wellcome to National Portal
Main Comtent Skiped

Our Achievement

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ

“সমন্বিত শিক্ষাতথ্য বিনির্মাণ এবং মানসম্মত আই.সি.টি. প্রশিক্ষণ প্রদান” এ ভিশন নিয়ে উপজেলা আই.সি.টি. ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন(UITRCE), গফরগাঁও, ময়মনসিংহ কাজ করে যাচ্ছে।


পরিসংখ্যান ডাটা সংগ্রহ: UITRCE, গফরগাঁও, ময়মনসিংহ,  ব্যানবেইস কর্তৃক পরিচালিত অনলাইন জরিপের মাধ্যমে প্রতিবছর গফরগাঁও উপজেলার প্রায় ১৫৮টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ যথাসময়ে সম্পন্ন করে। এছাড়া এই ১৫৮ টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের GISএর ডাটা হালনাগাদকরণ  সম্পন্ন করেছে। মাধ্যমিক পর্যায়ের  (৬ষ্ঠ-১০ম)  শিক্ষা প্রতিষ্ঠানের CRVS তথা ইউনিক আইডি এর তথ্য যথাসময়ে হালনাগাদের কাজও প্রতিবছর করে থাকে ।


আইসিটি বিষয়ক প্রশিক্ষণ: গত তিন বছরে UITRCE, গফরগাঁও,  ময়মনসিংহ এ প্রাথমিকোত্তর স্তরের ২৪০ জন শিক্ষককে ১৫দিনব্যাপী বেসিক আই.সি.টি. এবং ৩৬০ জন শিক্ষককে ০৬ দিন ব্যাপি ট্রেনিং অন ইন্টারেক্টিভ অনলাইন টিচিং এন্ড লাইভ ক্লাস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং “কম্পিউটার হার্ডওয়ার মেইন্টেনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং” মডিউলে ৭২ জন শিক্ষককে ১৫দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।


ই-সেবাইউআইটিআরসিই , গফরগাঁও, ময়মনসিংহ,  শিক্ষক ও শিক্ষার্থীকে  লোকাল সাইবার সেন্টারের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ধরণের ই-সেবা প্রদান করেছে।